খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলার মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। তিনি নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকতেন এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া তিনি ইট-বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, ‘নিহত ইমরান মুন্সী গ্রেনেড বাবুর দলের সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে। তারা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’
খুলনা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টম ঘাটে কয়েকজন যুবক ধাওয়া করে ইমরান মুন্সীর মাথায় গুলি করে। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।’
ওসি জানান, নিহত ইমরান মুন্সীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।