নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত শাহিন আলী পার্শ্ববর্তী লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের মরহুম সাজদার রহমানের ছেলে।
জানা যায়, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মেহরুন্নেসার ছোট ভাই ছিল শাহিন। এবং সে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। সেজন্য তার বোন তাকে নিজের সাথে ওই কোয়ার্টারে রেখে তার চিকিৎসা চালাচ্ছিলেন।
আরো জানা যায়, শাহিন রাজশাহী মির্জা নার্সিং কলেজ থেকে ছয় মাস মেয়াদি ইন্টার্নি কোর্সটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করছিল। তবে অসুস্থতার কারণে তিন মাস ইন্টার্নি সম্পন্ন করে বাকিটা করতে পারেনি। ঘটনার দিন সকালে সে রাজশাহী মেডিক্যালে তার সার্টিফিকেট আনতে গিয়েছিল। কিন্তু সার্টিফিকেটটি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে। দুপুরে বাসায় ফিরে খাবার খাওয়ার পরে তার বড় বোন ডিউটিতে হাসপাতালে চলে গেলে সেই ফাঁকে সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মো: রেজওয়ানুল হক অন্য নার্সদের বরাত দিয়ে বলেন, ছেলেটা মানসিক সমস্যায় ভুগছিল। এর আগে কয়েকজন মানসিক ডাক্তারকেও দেখিয়েছে। সেই থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন।
বাগাতিপাড়া থানার পুলিশ পরিদর্শক নাজনীন আকতারী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।‘