মদনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

জামায়াত ক্ষমতায় এলে দেশের ছিন্নমূল বেকার মানুষের সমস্যা দূর করবে

নেত্রকোণা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার শনিবার (২৯ নভেম্বর) তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

Location :

Madan Upazilla
নেত্রকোণা-৪ আসনে (মদন) জামায়াত প্রার্থীর গণসংযোগ
নেত্রকোণা-৪ আসনে (মদন) জামায়াত প্রার্থীর গণসংযোগ |নয়া দিগন্ত

মদন (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণা-৪ ( মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার তার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) নির্বাচনী এলাকা মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়ন, মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ মোড়, কাইটাইল ইউনিয়নের বটতলা বাজার, বাঁশরী বাজার, নায়েকপুর, নোয়াগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

নেত্রকোনা ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদারের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে সফর সঙ্গী ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো: বদরুল আমিন।

জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল-হালাল তালুকদার বলেন, ‘২৪ গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে সরকার পতনের পর দেশে গণতান্ত্রিক অধিকার জনগণের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ্।’

তিনি আরো বলেন, ‘দেশের অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করবে জামায়াত। দেশের সাধারণ মানুষকে শোষণ করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজ কায়েম করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, মাদকের আস্তানা করেছে, সন্ত্রাসী দুর্নীতিবাজ সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে।‘

‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে বাংলাদেশের ছিন্নমূল বেকার মানুষের সমস্যা দূর করবে। হতদরিদ্র অসহায় মানুষের উন্নয়নে কাজ করবেন’ বলে গণসংযোগে জানান অধ্যাপক আল হেলাল তালুকদার।