একুশে পদকপ্রাপ্ত মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল র: মাজার মসজিদ প্রাঙ্গণে দৈনিক আমার দেশ সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের আগে মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মুসল্লীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন আমার দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ।
মাহফিল পরিচালনা করেন ক্বারী মো: আবুল লেইছ ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো: আব্দুল কাদির।
দোয়ায় অংশ নেন সিলেট কোর্ট মসজিদের সাবেক ইমাম আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুবুল), বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন সাব-কমিটির চেয়ারম্যান হিজকিল গুলজার, আমার দেশ সিলেট পাঠকমেলা সিলেটের সেক্রেটারি এমজেএইচ জামিল, দরগাহের খাদেম সৈয়দ মোহাম্মদ তাহের, সাংবাদিক এম রহিম, মাওলানা হোসাইন আহমদ, ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম ও রনি আহমদ প্রমুখ।