রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের রাজনগরে সরকারি খাসজমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার গাজির বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের আলীচরগাঁও-ফরিদপুর সড়কের পাশ্ববর্তী সরকারি খাস জমিতে একটি ডোবা আছে। ডোবাটি পেছনের জমির আগের মালিক হামজা মিয়ার দখলে ছিল।
সম্প্রতি হামজা মিয়া থেকে ক্রয় সূত্রে জমির মালিক হন একই এলাকার জরিফ মিয়া। পেছনের জমি ক্রয়ের পর সামনের ডোবাটি নিজের দখলে নিতে গেলে জরিফ মিয়ার সাথে হামজা মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। প্রায় এক বছর ধরে এ বিরোধ চলে আসছে।
অন্যদিকে জরিফ মিয়ার কেনা জমিতে মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন হামজা মিয়ার ভাই কুতুব মিয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে ওই ডোবা দখলের চেষ্টা চালায় জরিফ মিয়ার লোকজন। এ সময় হামজা মিয়ার লোকজন তাদের বাধা দেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
মীমাংসা না হওয়ায় ওই দিন রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপে আটজন গুরুতর আহত হন। আহতরা হলেন জরিফ মিয়া (৬০), ডলু মিয়া (৩০), পারভেজ মিয়া (৩৩), রিয়াজ ইসলাম (৪৫), মসুদ মিয়া (৫০) ও সেজন মিয়া (২৫)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন খান বলেন, ‘জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



