দশমিনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Dashmina

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এনাম হোসেন ও রুবেল হোসেন নামের দুজনকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু হয়ে পরিষদের সামনে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাপনের কাপড় বেঁধে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জায়েদ প্যাদাকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে সোমবার সকালে এনাম হোসেন ও রুবেল হোসেন নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’