মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।
মৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে পাশের পুকুরে তাসফিয়া পরে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা এ বিষয়ে বলেন, ‘পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছে।’