নাটোরে ট্রাকচাপায় নিহত ১

বন বেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোর জেলার মানচিত্র
নাটোর জেলার মানচিত্র |নয়া দিগন্ত

নাটোরে ট্রাকচাপায় দিদারুল আলম (৪৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বন বেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিদারুল আলম সদর উপজেলার পন্ডিতগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে ও প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির মোটর গ্যারেজের শ্রমিক ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বন বেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থ থেকে লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গ্রে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার কাজ চলছে।