শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আবু মুসা।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা পাঁচ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদের জানিয়েছি। পরে আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পুরোদমে চলবে বন্দরের ব্যবসায়ী কার্যক্রম।’
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল হাসান বলেন, ‘পূজায় পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জেনেছি। তবে এ সময় ইমিগ্রেশন চেক পোস্ট খোলা থাকবে বিধায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।’
ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, ‘পূজায় আগামী ১ অক্টোবর থেকে ২ অক্টোবর দু’দিন সরকারি ছুটি। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দফতর পুরোদমে সচল থাকবে। এ সময় বন্দরের অভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলমান থাকবে এবং পণ্য খালাস করে ভারতীয় ট্রাক যথারীতি দেশে ফিরে যেতে পারবে।’