সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বহুল আলোচিত ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়ের করা চারটি হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা মো: অপু আহমদ বদইকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপু আহমদ বদই ওই পৌরসভার টিকরবাড়ী এলাকার মরহুম পাখি মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার অপু আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়ের করা চারটি হত্যা মামলা, মাদক মামলা, দ্রুত বিচার আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং পাঁচটি অন্য ধারার মামলাসহ ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন অপু আহমদ বদই পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



