আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসভাকে ঘিরে সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে জামায়াত আমিরের আগমন ও জনসভা সফল করতে লোহাগাড়া ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘জনসভা ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।’
তিনি আশা প্রকাশ করেন, পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতিও নেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা: আকতার আহমদ প্রমুখ।



