সরকারি ছুটির দিনেও বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম

বুধবার সরকারি সাধারণ ছুটি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
সরকারি ছুটির দিনেও বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম
সরকারি ছুটির দিনেও বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম |নয়া দিগন্ত

বুধবার সরকারি সাধারণ ছুটি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউস। কাস্টমস হাউজ বন্ধ থাকার কারণে বেনাপোল বন্দরে লোড ডাউনলোড প্রক্রিয়া বন্ধ রয়েছে ।

আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকার কথা নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান সহ বন্দরগুলো এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বন্দরকে সাধারণ ছুটির আওতার বাইরে রাখায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।