আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ‘এক কর্পোরেশন এক স্কেল’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০ট পর্যন্ত কারখানার প্রধান ফটকের সামনে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ সর্বস্তরের শ্রমিক–কর্মচারীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক-কর্মচারী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়ন, সিইউএফএলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, জাতীয় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর, প্রমোশন-উচ্চতর গ্রেড প্রদান এবং ডিপিপি বাস্তবায়নের দাবি জানান।
সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, সিবিএ নেতা আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।
আন্দোলনে সংহতি প্রকাশ করেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি শ্রমিকদের দাবিকে শতভাগ যৌক্তিক উল্লেখ করে বলেন, ‘শ্রমিকরা সন্তুষ্ট না থাকলে কারখানা টেকসইভাবে চলতে পারে না। তাদের দাবিগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব ‘
মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।



