পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
শীতে অস্থির পঞ্চগড়
শীতে অস্থির পঞ্চগড় |নয়া দিগন্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও কনকন শীতের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে। তীব্র শীতে দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

পঞ্চগড় থেকে হিমালয় কাছে হওয়ায় প্রতিবারের মতো এবারো শীতের তীব্রতা একটু বেশি। সন্ধ্যা থেকে সারারাত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কুয়াশার আড়ালে হারিয়ে গেছে সূর্যের আলোও। সন্ধ্যা হলেই হাট-বাজারে মানুষের সমাগম কমে যাচ্ছে। তাছাড়া গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী থাকায় শিশু ও বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

Topics