আনোয়ারায় কৃষকের ধান কাটল কৃষক দল নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদের সহায়তায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা কৃষক দল ধান কাটা কার্যক্রম পরিচালনা করেছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় কৃষকের ধান কাটল কৃষক দল নেতাকর্মীরা
আনোয়ারায় কৃষকের ধান কাটল কৃষক দল নেতাকর্মীরা |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদের সহায়তায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা কৃষক দল ধান কাটা কার্যক্রম পরিচালনা করেছে। দ্বিতীয় দফায় উপজেলার জুইদন্ডী ইউনিয়নে হতদরিদ্র কৃষক আব্দুল করিমের প্রায় ১৮ গন্ডা ধান কাটেন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো: জসিম উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ নাসির ও শিপন, জুইদন্ডী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নেজাম ও বদরুজ্জামান, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম কন্ট্রাক্টর, সিনিয়র সহ-সভাপতি মো: আবু জাহের, বরুমচড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বটতলী ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমানসহ স্থানীয় নেতারা।

কৃষক দলের নেতারা বলেন, কৃষকের পাশে দাঁড়ানো ও শ্রমঘাটতি কাটিয়ে ওঠার জন্যে ধান কাটা কর্মসূচি উপজেলার ১১টি ইউনিয়নে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।