খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চন্দ্র কার্বারি পাড়া গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিস্তলের সাথে ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই গ্রামের মিত্র চাকমার পরিত্যক্ত মাটির ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চন্দ্র কার্বারি পাড়ার পূর্ণ চন্দ্র চাকমার ছেলে জগৎ মিত্র চাকমার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিত্যক্ত মাটির ঘর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।