মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
মির্জাগঞ্জ থানা
মির্জাগঞ্জ থানা |সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকাবাবুনিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফোরকান হাওলাদারকে (৫২) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় দিকে উপজেলার গাজীপুরা স্কুলের পশ্চিম পাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ফোরকান হাওলাদার উপজেলার গাজীপুরা গ্রামের মরহুম আসমত আলী হাওলাদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে। ফোরকান হাওলাদারকে আদালতে হস্তান্তর করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে মির্জাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।