ঈশ্বরগঞ্জে সফলভাবে শেষ হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

ঈশ্বরগঞ্জে শেষ হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন নিয়ে ২য় বারের মতো উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা
টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সফলভাবে শেষ হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন নিয়ে ২য় বারের মতো উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জাকির হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১লক্ষ ৭শত ২৮জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু করেন।

ইতিমধ্যে প্রাতিষ্ঠানিকভাবে ৬৭হাজার ৯শত ২৮ ও কমিউনিটি পর্যায়ে ২৯হাজার ৫শত ১৪জনসহ মোট ৯৭হাজার ৪শত ৯২জনকে এই টিকাদান সম্পন্ন করা হয়েছে।

ডা: মো: জাকির হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে। ১৩ নভেম্বর টিকাদান ক্যাম্পেইন শেষ হবে।’

ওই সময় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল আউয়াল, ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশারফ, ইপিআই কর্মকর্তা মো: ইলিয়াসহ টিকাদান ক্যাম্পেইনে জড়িত মাঠ পর্যায়ের কর্মীরা।