টিসিবি চাউল কার্ডের ৪০০ টাকা ঘুষের প্রতিবাদে যুবক খুন

বুধবার (২ জুলাই) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজারে এই ঘটনা ঘটে।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
দৌলতপুর থানা
দৌলতপুর থানা |সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিনামূল্যে টিসিবি চাউলের কার্ড বিতরণের নামে ৪০০ টাকা ঘুষ আদায়ের প্রতিবাদে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে, বুধবার (২ জুলাই) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর মথুরাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রফিকুল ইসলামের ছেলে পলাশ টিসিবি চাউলের কার্ডের আবেদনের নামে প্রতি ব্যক্তির কাছ থেকে ৪০০ টাকা করে ঘুষ আদায় করছিল। আব্দুল আজিজ এ ঘুষের প্রতিবাদ করায় পলাশ ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে তার পেটে ও শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়।

দৌলতপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই মো: সাগর শেখ জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি বা কোনো অভিযোগ দাখিল হয়নি।

এই ঘটনায় এলাকাবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।