চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো: সিরাজুল ইসলামের একটি বক্তব্য ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ এ বক্তব্যের কারণে উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।
রোববার (৭ সেপ্টেম্বর) জেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলা আমির সিরাজুল ইসলামের ওই বক্তব্য বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ আকারে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয় এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এবং এ বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তরজেলা সিদ্ধান্ত নিয়ে মো: সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
রোববার চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামায়াতে ইসলামী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়,পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি।
সম্প্রতি অনাকাঙ্খিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত তাদের প্রতি সমবেদনা জানায়।
এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্খিত আর কোনো ঘটনা ঘটাতে না পারে এ জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলের সজাগ দৃষ্টি কামনা করেন জেলা জামায়াত।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো: আব্দুল জব্বার জানান, পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী।