মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
ইদু মিয়া (২০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ রফিক ওরফে হাবু (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকার উক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে রাতে আদর্শ নগর শিবির এলাকায় রায়হান আহম্মেদ ইদু মিয়া নিখোঁজ হন। পরের দিন সকালে একটি স্কুলের পরিত্যক্ত ভবনে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন মিয়া বাদি হয়ে অজ্ঞাত নামে আসামিদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার রহস্য উদঘাটনে মোহনগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ একটি টিম কাজ শুরু করে। সোমবার ছয়াশি এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় হাবুকে পুলিশ গ্রেফতার করে।
হাবুর স্বীকার উক্তির মাধ্যমে পুলিশ জানায়, একই এলাকার মোশাররফ হোসেন নামের এক যুবকের সাথে অনলাইন জুয়া খেলার লেনদেন নিয়ে বিরোধ ছিল ইদুর। এরই জের ধরে কয়েকজন মিলে ইদুকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। এক পর্যায়ে একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকারীদেরকে শনাক্ত করা হয়। অভিযুক্ত মোশাররফসহ সকল আসামিকে খুব শীঘ্রই গ্রেফতারের আওতায় আনা হবে।