চরফ্যাশনে অটোবোরাক চালক হত্যা, ঘাতক আটক

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কচুয়াখালি গ্রামে সংঘটিত অটোবোরাক চালক আবুবকর সিদ্দিককে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ঘাতক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
চরফ্যাশনের অটোবোরাক চালক হত্যা, ঘাতক আটক
চরফ্যাশনের অটোবোরাক চালক হত্যা, ঘাতক আটক |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কচুয়াখালি গ্রামে সংঘটিত অটোবোরাক চালক আবুবকর সিদ্দিককে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ঘাতক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি মো: ইব্রাহিম চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

তবে তিনি লালমোহন উপজেলার পার্শ্ববর্তী গজারিয়া খালগোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোবোরাক চালক আবুবকর ছিদ্দিককে (বলি) লালমোহনের গজারিয়া এলাকায় যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় অটোবোরাকে ওঠেন আটক ঘাতক।

পথে একটি নির্জন স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে চালকের অটোবোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় সে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।