ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জুলাই) ঈশ্বরগঞ্জ পৌরসভার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা উলামা বিভাগের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো: বদরুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলেম সমাজ জাতির আদর্শিক রাহবার। সত্য ও ন্যায়ের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরই পারে সমাজকে জুলুম ও অন্যায়ের ঘোর অন্ধকার থেকে মুক্ত করতে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির, উপজেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এবং উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য আলেম-উলামা অংশগ্রহণ করেন। তারা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে উলামাদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।