পিরোজপুর জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের আশিকদের মল্লিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুই ভাইয়ের দুটি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২০ নভেম্বর) গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আব্দুল্লাহ মেশিনারিজ ও ভাই ভাই মেশিনারিজ নামের দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকান দুটি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুটি দোকানে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুটি।
এ বিষয়ে আব্দুল্লাহ মেশিনারিজের স্বত্বাধিকারী মাসুম শিকদার বলেন, ‘জীবনের তিল তিল করে অর্জিত সবকিছু এই দোকানেই ছিল। একটি অগ্নিকাণ্ড আমার জীবনের সবকিছু একসাথে কেড়ে নিয়েছে। এখন পরিবার নিয়ে চলাটাই কষ্টকর হয়ে পড়েছে।’
অপরদিকে ভাই ভাই মেশিনারিজের স্বত্বাধিকারী সেন্টু শিকদার বলেন, ‘একটি অগ্নিকাণ্ড আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। জীবনের সবটুকু এক মুহূর্তে হারিয়ে গেছে। এই দুর্ঘটনা থেকে কীভাবে ঘুরে দাঁড়াব, তা এখনো বুঝে উঠতে পারছি না। পরিবার নিয়ে চলা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’
স্থানীয়রা জানান, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি চরম দুর্দশায় পড়বে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।



