পদ্মায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে ব্যবসায়ী নিখোঁজ

নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
মুন্সিগঞ্জ জেলা ম্যাপ
মুন্সিগঞ্জ জেলা ম্যাপ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

শনিবার (৫ জুলাই) সকালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন লৌহজং ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পদ্মা সেতুর চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুমন আলী নয়া দিগন্তকে জানান, বিকেলে ঢাকা থেকে মাওয়া-শিমুলিয়া ঘাটে ঘুরতে আসে মোজাম্মেলসহ চার বন্ধু। এ সময় মোজাম্মেল ও তার চার বন্ধুসহ আটজন দর্শনার্থী স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন।

একপর্যায়ে স্পিডবোটটি পদ্মা সেতুর কাছাকাছি চায়না প্রজেক্টের কাছাকাছি এলাকায় গেলে স্পিডবোট এবং ট্রলারের সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে স্পিডবোটের সাতজন সাঁতরিয়ে তীরে এলেও একজন নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার কাজ করার পর শনিবার সকাল থেকেও লৌহজং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’