ফরিদপুরের বোয়ালমারীতে শহিদুল মুন্সি নামে এক সেনা সদস্যকে মারধর করে তার মোটরসাইকেল, মোবাইল সেট, ডেবিট কার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাদের ওই মামলায় আদালতে পাঠানো হয়।
গ্রেফতার দুই আসামি হলেন- মিরাজ বিশ্বাস (২২) ও আল আমিন (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সেনা সদস্যের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের নুর আলম মুন্সির ছেলে সেনাসদস্য শহিদুল মুন্সী এক মাসের ছুটিতে বাড়ি আসেন। গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কাদিরদী বাজারে যাওয়ার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে মারধর করে তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল সেট, ডেবিট কার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তার বাবা শহিদুল মুন্সি গত সোমবার রাতে বোয়ালমারী থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ওই দুই আসামিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনো থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মিরাজ ও আল আমীনের কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে থানায়।