বান্দরবানের রুমা উপজেলার মুয়ালপি পাড়া এলাকায় একটি যাত্রীবাহী জিপ খাদে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সোমবার (২৬ মে) দুপুরে রুমা থেকে যাত্রী নিয়ে ওই এলাকায় যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নিহতের নাম লাল কাপ এল বম (৪৫)। তিনি ওই পাড়ার জুয়াল তিলিংয়ের মেয়ে।
আহতরা হলেন- জিংপেককিম বম (৪৪) ও ভান থান জোয়াল।
পুলিশ জানায়, দুপুরে রুম থেকে যাত্রী নিয়ে জিপটি মুয়ালপি পাড়ায় যাওয়ার পথে পাহাড়ি উঁচু রাস্তাতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে এই দুর্ঘটনা ঘটে।