হিম বাতাসে বিপর্যস্ত তেঁতুলিয়া, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, ১১.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
হিম বাতাসে বিপর্যস্ত তেঁতুলিয়া
হিম বাতাসে বিপর্যস্ত তেঁতুলিয়া |নয়া দিগন্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের হিম বাতাস ও সাদা কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষজন শীতের কারণে বাইরে যেতে পারছেন না। কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার ছিল।

পঞ্চগড় থেকে হিমালয় কাছে হওয়ায় প্রতি বছরের ন্যায় এবারো শীতের তীব্রতা একটু বেশি। সড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। দরিদ্র ও অসহায় মানুষজন গাছের পাতা, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাতে চট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। শীতের কারণে বোরোর বীজ তলা, রসুন ও পেঁয়াজসহ রবি শস্যে ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। বিকাল থেকে কুয়াশা পড়ছে। সন্ধ্যা হলেই হাট-বাজারে মানুষজন সমাগম কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত ১২ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শীতের মৌসুমে ঠান্ডা বাড়ছে। কিছুদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

Topics