সাভার পৌর এলাকার শাহীবাগে অবস্থিত সাভার মডেল কলেজ অডিটরিয়ামে আজ ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা : চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সংকট ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়।
সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুর রব এবং বিশেষ অতিথি ছিলেন বিজনেস ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক মো: মাহাবুব আলম।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের পরিচালক মো. আব্দুল কাদেরের সঞ্চালনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান। তিনি উচ্চশিক্ষার কাঠামো, নীতিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মো: মনসুর আলী, সিনিয়র প্রভাষক নাজমুন নাহার, মো: রাশেদুল ইসলাম, ড. এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ আব্দুল আওয়াল মাসুম, সুফিয়া বেগম, অর্থনীতি বিষয়ের প্রভাষক আসাদুজ্জামান জীম এবং ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক আবু সাঈদ।