শৈলকুপায় তুলার মিলে আগুন

আগুন লাগার সংবাদ পেয়ে শৈলকূপা ও শ্রীপুর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপায় তুলার মিলে আগুন
শৈলকুপায় তুলার মিলে আগুন |ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপার লাঙ্গলবাঁধ এলাকায় তুলার মিলে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে মিজান মোল্লা নামের এক ব্যক্তির তুলার মিলে আগুন লাগে।

এ ব্যাপারে স্থানীয় নায়েব আলী নামের এক ব্যক্তি জানান, আগুন লেগে তুলার মিলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন লাগার সংবাদ পেয়ে শৈলকূপা ও শ্রীপুর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে শৈলকূপা ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার জানান, লাঙ্গলবাঁধ এলাকায় মিজান মোল্লা নামের এক ব্যক্তির তুলার মিলে আগুনে পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে তুলার মিলের মালিক মিজান মোল্লা জানান, খুব সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ঘর ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।