নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভ্যন্তরীণ সড়ক, ঢাকা বাইপাস, কাঞ্চন সেতু এলাকাসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন সেতু এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বাদী মামলা করেছেন।
গ্রেফতাররা হলেন রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ভাড়াটিয়া কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারদের একেকজনের বাড়ি একেক জেলায়। তারা দীর্ঘদিন ধরে পিতলগঞ্জ ঋষিপাড়া এলাকার ছামাদ মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিলেন। মানবিক দিক বিবেচনা করে এতদিন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় হিজড়ারা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। গত ১৫ সেপ্টেম্বর কাঞ্চন সেতু এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গাড়ির গতিরোধ করে প্রবাসীদের মারধর ও অর্ধ উলঙ্গ হয়ে গালি দেয়। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোনার সৃষ্টি হয়।
আর্থিক লোভে পড়ে অনেক পুরুষও হিজড়া সেজে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। বিশেষ করে প্রবাসীদের বহনকারী পরিবহনকে প্রধান টার্গেট করে হিজড়ারা মাঠে নামে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা ও প্রবাসীরা বিমানবন্দর থেকে রেন্ট-এ-কারে বাড়ি ফেরার সময় রূপগঞ্জের বিভিন্ন স্থানে হিজড়াদের কবলে পড়েন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পরিবহনে চাঁদাবাজির অভিযোগে হিজড়াদের ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’