বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের ট্রাক আটকে যান চলাচল বন্ধ

রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল হলেও (বিকেল সাড়ে ৪টা) ট্রাকটি সরিয়ে নেয়ার কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের ভাঙ্গা স্থানে পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার (১৭ মে) রাতে বাগবাড়ি এলাকার খানাখন্দে পণ্যবাহী একটি ট্রাক আটকে থাকায় রাতেই যান চলাচল বন্ধ হয়।

রোববার (১৮ মে) সকালে গাড়ির চাপ বাড়লে সড়কের ১২ কিলোমিটারজুড়েই আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। যেগুলোর বেশিরভাগই পণ্যবাহী। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল হলেও (বিকেল সাড়ে ৪টা) ট্রাকটি সরিয়ে নেয়ার কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- পণ্যবাহী একটি ট্রাক বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাগবাড়ি নামক স্থানে সড়কের ভাঙ্গা অংশে আটকে আছে। ট্রাকের চাকার নিচে ইট দিয়ে ট্রাক ওঠানোর চেষ্টা চলছে। ট্রাকটি সড়কের মাঝামাঝি অবস্থানে আটকে থাকায় গাড়ি পাশ পরিবর্তন করতে পারছে না। এতে উভয় পাশে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাক চালক আইয়ুব আলী জানান, তিনি ট্রাকে করে সরকারি খাদ্য গুদামে (সিএসডি) চাল নিয়ে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টা থেকে মদনপুর-মদনগঞ্জ সড়কের চৌরাপাড়া দাসেরগাঁ এলাকায় ট্রাক নিয়ে আটকা পড়ে আছেন। বাগবাড়ি এলাকায় একটি ট্রাক উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। ট্রাক চালক জাকারিয়াও আটা-ময়দা বোঝাই ট্রাক নিয়ে ১৮ ঘণ্টা ধরে লক্ষণখোলা এলাকায় আটকে আছেন। তবে কী কারণে এ জ্যাম তিনি তা জানেন না বলে জানান।

বাগবাড়ি এলাকার রমজান মিয়া জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংযুক্ত ১২ কিলোমিটার মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর রেলওয়ে স্টেশন ও বাগবাড়ি এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত ও খানাখন্দে পানি জমে। বৃষ্টি হওয়ায় শনিবার রাতে সড়কের গর্তে জমা পানিতে একটি ট্রাক আটকে যায়।

ধামগড় এলাকার দীন ইসলাম জানান, সড়কে পানি জমে থাকায় মাঝে মাঝে গাড়ি উল্টে যায়, দুর্ঘটনা ঘটে। গত দুই বছর ধরে এ অবস্থা চলছে। সওজ কর্তৃপক্ষ ইট ও খোয়া ফেললেও তা কোনো কাজে আসেনি। শনিবার বৃষ্টি হওয়ায় সড়কের গর্তে জমা পানিতে গাড়ি আটকে যায়।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সড়কে ট্রাক আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাক সরানোর কাজ চলছে।