নানা আয়োজনে রংপুর বিভাগের ৪৬ টি চার্চে পালিত হলো বড় দিন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে রংপুর ব্যাপিস্ট চার্চে কেক কেটে বড়দিনের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।
এসময় ডিসি মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
রংপুর আঞ্চলিক ব্যাপিস্ট চার্চ প্রধান লেবারেল সফোরিও বৈরাগী জানান, বিভাগের ৪৬ টি চার্চে শান্তিপূর্ন এবং উৎসব মুখর পরিবেশে পালন হচ্ছে বড় দিন। স্থিতিশীল ভেদাভেদমুক্ত বাংলাদেশের পাশাপাশি মানুষে মানুষে সৌহার্দ্য বৃদ্ধি এবং সহযোগিতার আহ্বান জানান আমন্ত্রিতরা।



