রংপুরে শ্যামাসুন্দরী খালের উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার ঘোষণা বিএনপি প্রার্থী সামুর

দখল দুষণে ময়লার ভাগাড়ে পরিণত খালটি পরিস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
শ্যামাসুন্দরী খাল।
শ্যামাসুন্দরী খাল। |নয়া দিগন্ত

রংপুর মহানগরীকে বাঁচাতে লাইফলাইন শ্যামাসুন্দরী খালের উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনা করে কার্যক্রম হাতে নেয়ার ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সামসুজ্জামান সামু।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর চেক পোস্ট এলাকায় নিজস্ব উদ্যোগে শ্যামাসুন্দরী খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘দখল দুষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এ খাল। খালটি পরিস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ১৬ কিলোমিটার এ খাল এখন মশা উৎপাদনের ভাগাড়। বিএনপি নেতাকর্মীরা মাসব্যাপি এ খাল পরিস্কার করবে। নির্বাচিত হওয়ার সুযোগ হলে ১০০ বছরের পরিকল্পনা করে শ্যামাসুন্দরীর উন্নয়ন করা হবে। এজন্য দেশ নায়ক তারেক রহমানের সহযোগিতা থাকবে।’