সাভারে বায়ু দূষণকারী অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দফতরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পাঁচটি পাইরোলাইসিস কারখানা গুঁড়িয়ে দেয়া হয় এবং একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ পাইরোলাইসিস কারখানাগুলোর মধ্যে রয়েছে— মোহাম্মদ সেলিমের টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস ও ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস কারখানা। এছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার সিলিকন ব্যাটারি লিমিটেড নামক কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: হাবিবুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বায়ু দূষনকারী অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এরকম বায়ুদূষণকারী অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একইভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
দিনব্যাপী পরিচালিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ ও র্যাব-৪-এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে।



