কালিগঞ্জে আ’লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি মোজাহার হোসেন কান্টু গ্রেফতার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩ জুন কালিগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করা হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
কালিগঞ্জে আ’লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি মোজাহার হোসেন কান্টু গ্রেফতার
কালিগঞ্জে আ’লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি মোজাহার হোসেন কান্টু গ্রেফতার |নয়া দিগন্ত

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার মামলায় সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার কান্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩ জুন কালিগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করা হয়। উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ এ মামলা করেন। পরে ওই মামলার নামভুক্ত আসামি মোজাহার হোসেনকে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।