রংপুরের মিঠাপুকুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিরিশ চন্দ্র রায় (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মিলনপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু নিয়ে আসছিল একটি ট্রাক। মিলনপুরে বিপরীত দিক থেকে আসা শিরিশ চন্দ্র রায়ের মোটরসাইকেলের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিরিশের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।