নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও বাঁশবাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। এ সময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ।
মৎস্য কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার সময় শুধু মাছই নয়, শামুক, বিভিন্ন জলজ পোকামাকড়, পোনা, রেণু ও ছোট প্রজাতির মাছও ধ্বংস হয়ে যায়। এতে করে নদীর জীববৈচিত্র ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া ভয়াবহভাবে ব্যাহত হয়। ফলে পরিবেশের জন্য এই জাল অত্যন্ত ক্ষতিকর এবং মৎস্য সংরক্ষণ আইনে এটি সম্পূর্ণ অবৈধ।
তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘ দিন ধরে বড়াল নদীতে এই জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় এবং উদ্ধার করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।