কোর্টে দায়ের করা চাঁদাবাজির পিটিশন মামলায় হাজিরা দিতে গেলে পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ৮ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মানিকগঞ্জের বিচারক মু: হাবিবুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী মো: জহিরুল ইসলাম। তিনি জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
আসামিরা হলেন—শহিদুল ওরফে শহিদুল্লাহ, ফারুক হোসেন, আমান উল্লাহ, আলামিন, নাজির, বাবুল, মাসুদ আলম ও মেহেদী।
তারা সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা ও বিন্নাডাঙ্গী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত।
মামলার বাদি ওই এলাকার মোহাম্মদ ফারুক হোসেন জানান, স্থানীয় ব্লাজন প্যাকেজিং ফ্যাক্টরির বাউন্ডারি দেয়াল নির্মাণের চুক্তিভিত্তিক কাজ করতে গেলে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এবং কাজেও বাধা সৃষ্টি করে। এ ঘটনায় তিনি গত ২৭ মার্চ আদালতে চাঁদাবাজির মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই আব্দুল জব্বার গত ১৩ এপ্রিল তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন ও শুনানির ভিত্তিতে বৃহস্পতিবার আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জামিলুর রশিদ খান।



