আওয়ামী লীগ নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে : প্রেস সচিব

শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

Location :

Magura
মাগুরা প্রেসক্লাবে বক্তব্য রাখছেন শফিকুল আলম
মাগুরা প্রেসক্লাবে বক্তব্য রাখছেন শফিকুল আলম |নয়া দিগন্ত

আওয়ামী লীগ নিষিদ্ধ করায় বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দলটি নিষিদ্ধ করায় দেশের মানুষের চাওয়া পূরণ হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘দেশ ভালোই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যেসব জায়গায় সংস্কার দরকার সেসব জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে।’

‘পলিটিক্যাল সংস্কারের জন্য কমিশন অনেকগুলো মিটিং করেছে এবং ১৫ মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেনG আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।’

প্রেসক্লাবের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় প্রেস সচিবের সাথে তার মামা খায়রুজ্জামান চঞ্চলসহ মাগুরা প্রেসক্লাবের অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।