চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ছাগলকে খাওয়ানোর জন্য পাতা ছিঁড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
দামুড়হুদা মডেল থানা
দামুড়হুদা মডেল থানা |সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগলকে খাওয়ানোর জন্য পাতা ছিঁড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শুক্রবার গাছ থেকে পরে তিনি গুরুতর আহত হন।

প্রভাত পিয়াদা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার গ্রামের অজিত পিয়াদার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে প্রভাত পিয়াদা ছাগলকে খাওয়ানোর জন্য গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঁঠাল গাছে উঠে পাতা ছিঁড়ছিলেন। এ সময় ভেজা গাছ থেকে নামার সময় অসাবধানতাবসত পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।