সৌদিয়া পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটিতে হঠাৎ বন্ধ হয়ে গেছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকরা।
সৌদিয়া পরিবহনের সাথে বিরোধের জেরে রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে পাহাড়িকা পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটক ও শত শত যাত্রী। বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুট ও স্কুল-কলেজগামী বাসও।
সৌদিয়া পরিবহনের দাবি, সব অনুমতি নিয়েই তারা গাড়ি চালালেও চাঁদা না দেয়ায় তাদের কাউন্টারে হামলা ও তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তবে মালিক সমিতির দাবি, চুক্তি না করেই গাড়ি চালানোয় এই ব্যবস্থা নেয়া হয়েছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েন। পাশাপাশি শত শত যাত্রী সকাল থেকে বাস না পেয়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে রাঙ্গামাটি-ঢাকা রুটসহ সব অভ্যন্তরীণ রুট এবং শহরের স্কুল-কলেজগামী বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়। এতে শিক্ষার্থীদের যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে।
মোটর মালিক সমিতি সূত্র জানায়, সৌদিয়া পরিবহনের সাথে চলমান বিরোধের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।
জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে রাঙ্গামাটি-ঢাকা রুটে সৌদিয়া পরিবহনের বাস সার্ভিস চালু হয়। সৌদিয়া পরিবহনের দাবি, জেলা প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা বাস চালাচ্ছে। তবে গতকাল বুধবার রাতে সমিতির কয়েকজন সদস্য সৌদিয়া পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
এদিকে আকস্মিক বাস চলাচল বন্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান ও বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



