খাগড়াছড়ির ভুয়াছড়িতে সম্প্রতি ভূমিসংক্রান্ত ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের নিহতের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো: আব্দুর রশিদ ও মো: আল আমিন। এর মধ্যে আল আমিনকে বৃহস্পতিবার কুমিল্লা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাত জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় জমি পরিষ্কারকে কেন্দ্র করে মালিকানা বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। এরমধ্যে শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় বিমল ত্রিপুরার মৃত্যু হয়। এ ঘটনায় পৃথক দু’টি মামলা করা হয়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
এ ঘটনাকে যাতে কোনো মহল ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম ও খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



