ভালুকায় ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার

মেয়েকে উদ্ধার করতে না পারায় উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার। এ নিয়ে যেন ক্ষোভের শেষ নেই তাদের।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Mymensingh
সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণির এক স্কুলছাত্রী। মেয়েকে উদ্ধার করতে না পারায় উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার। এ নিয়ে যেন ক্ষোভের শেষ নেই তাদের।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কৈয়াদী গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে একই গ্রামের রবি ইসলামের ছেলে রাইসুল ইসলাম রিফাত প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানিয়েও কোনো প্রতিকার পায়নি ওই ছাত্রীর পরিবার।

এদিকে গত ২৭ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়া পথে অজ্ঞাত পরিচয় দুই সহযোগীসহ পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাইসুল ইসলাম রিফাত ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ঘটনায় শিক্ষার্থীর বাবা রোববার (৩ আগস্ট) ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।

অপহৃতের বাবা বলেন, রাইসুল ইসলাম রিফাতসহ আরো দু’জন আমার মেয়েকে গত ২৭ এপ্রিল সকালে পরিকল্পিতভাবে অপহরণ করেছে। থানায় অপহরণ মামলা করার পরেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি। মেয়ের চিন্তায় থমকে আছে পুরো পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই সজীবুর রহমান জানান, অপহৃতকে উদ্ধার ও আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।