বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
অবৈধ ইটভাটা
অবৈধ ইটভাটা |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার গারুড়িয়া ও কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা— দুবাই ব্রিকস, খান ব্রিকস ও ওয়ান স্টার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে ইটভাটা আইনে মোট তিনটি মামলা করা হয় এবং সর্বমোট তিন লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।