নাটোরের গুরুদাসপুরে পুকুর খননকারী অবৈধ ভেকু মেশিনের ধারালো বাকেট দিয়ে আঘাত করে সাইদুর রহমান (৩৫) নামে এক কৃষকের বাম পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন চালক আব্বাস আলী (২৫)। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় ভেকুসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাইদুর ওই গ্রামের ফজল আলীর ছেলে এবং চালক আব্বাস টাঙ্গাইলের কালিহাতি টুনি মোগড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার পুরুলিয়া এলাকায় পুকুর খননের উদ্দেশে যাওয়ার পথে ভেকু দিয়ে কৃষক সাইদুরসহ অনেকের কলাগাছ নষ্ট করেন চালক আব্বাস। এর প্রতিবাদ জানালে ভেকুর ধারালো বাকেট দিয়ে সাইদুরের বাম পা বিচ্ছিন্ন করে দেন চালক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুকুর সংস্কারের নামে ফসলি জমি কেটে নষ্ট করা হচ্ছে। জমির শ্রেণি পরিবর্তন ছাড়াই বেআইনিভাবে কৃষিজমি কেটে পুকুর বানাচ্ছেন মাটিখেকো অসাধু ব্যবসায়ীরা। অবৈধ পুকুর খননকারীদের এ দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পা হারালেন সাইদুর।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ঘটনায় ভেকু চালককে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘এ বিষয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আহত সাইদুরের পরিবারকে সহযোগিতা দেয়া হবে।’