শ্রীপুরে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপির কমিটি ঘোষণা, অবৈধ দাবি করে একাংশের বিক্ষোভ

মিছিলে নেতাকর্মীরা সদ্য ঘোষিত শ্রীপুর উপজেলা ও ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ বলে স্লোগান দেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
কমিটি অবৈধ দাবি করে বিএনপির একাংশের বিক্ষোভ
কমিটি অবৈধ দাবি করে বিএনপির একাংশের বিক্ষোভ |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীরা সদ্য ঘোষিত শ্রীপুর উপজেলা ও ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ বলে স্লোগান দেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শ্রীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ করে।কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে। তবে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর ব্যানারে সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা করে তারা।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, ‘আপনি আজকে ক্ষমতার বলে প্রথম সারির নেতাকর্মীদের জেলা কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি থেকেও বাদ দিয়েছেন। কোন ক্ষমতা বলে তাদের বঞ্চিত করেছেন। বিগত ১৭ বছর যারা শ্রীপুরের আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনে মামলা ও হামলা মাথায় নিয়ে বাড়ি ছাড়া রয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর জেল খানায় কেটেছে ওইসব নেতাকর্মীরা শ্রীপুরের সাধারণ জনগণকে নিয়ে আপনার এ বৈষম্যের দাঁতভাঙ্গা জবাব দিবে।’

তিনি বলেন, ‘এ দলে আপনার মায়া-মমতা কম বিধায় অপানি দলের দুর্দিনে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেন নাই। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি দুর্দিনে দলীয় নির্দেশনা মেনে মাঠে কর্মসূচি সফল করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে দু’ডজনের বেশি মামলা হয়েছে। আপনার নামে মাত্র দুইটি মামলা হয়েছে।’

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন মিছিলে থাকা শেষ ব্যক্তিরও রাজনৈতিক পরিচয় থাকবে। আওয়ামী লীগ নেতাদের সাথে যাদের ছবি আছে তাদের কোনো পদ পদবি দেয়া যাবে না। ইতোমধ্যে শ্রীপুরে এর ব্যত্যয় ঘটেছে।’

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি পীরজাদা মাওলানা অধ্যক্ষ এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মক্কা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা প্রমুখ।

এ বিষয়ে সদ্য ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, ‘বিগত সময়ে দলের দুর্দিনে যারা নির্যাতিত ও ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়েছে। তারা উপজেলা ও ইউনিয়ন কমিটিতেও আছে। তারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজকে যারা বিক্ষোভ করেছে তারা প্রত্যেকে বিতর্কিত লোক। ৫ আগস্টের পর দলের নাম ব্যবহার করে তারা ব্যাপক চাঁদাবাজি করেছে, এসবের সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। যেহেতু তারা প্রকাশ্যে দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এবং দলের নির্বাচিত কমিটির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তাই দলীয় ফোরামে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’