রাজবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা |নয়া দিগন্ত

রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় একজনকে জরিমানা করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাজবাড়ী শহরের বড় বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি এলপিজি গ্যাস বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিসি অফিসের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু বকর সিদ্দিক।

জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী মেসার্স এ আহাত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাসান কনস্ট্রাকশনকে ৫ হাজার টাকা ও মেসার্স সপ্তবর্ণা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় একজনকে ১০০ টাকা জরিমান এবং তিন মাসের জেল দেয়া হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু বকর সিদ্দিক বলেন, ‘বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মো: রাজু আহমেদ।