কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. দূর্গাদাস ভট্টাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়টিতে স্থায়ী ক্যাম্পাসসহ পাঁচ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. দূর্গাদাস ভাট্টাচার্যের পদত্যাগ, অতি দ্রুত বিশ্ববিদ্যালয়টিকে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর, বিশ্ববিদ্যালয় নীতিমালা লঙ্ঘন করে ট্রাস্টি বোর্ডের চাকুরিরত সদস্যদের চাকুরি থেকে অব্যাহতি দিতে হবে।
তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগেও কোনো সমাবর্তন হয়নি, এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিতে হবে।
এছাড়াও কম্পিউটার ল্যাবসহ মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থাসহ মেয়েদের জন্য পর্যাপ্ত কমন রোমের ব্যবস্থা করতে হবে।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তাসফিক ইসলাম রাহিন, আলফাজ উদ্দিন মিশু, সাদ্দাম হোসেন তুর্য, খালেদুর রহমান ফুরাদ, হাবিবুর রহমান, ফজলুল কবির ইফতিসহ ১০-১২ জন বক্তব্য রাখেন।