রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

রোববার (২০ জুলাই) বিকেলে ক্যাম্পাসের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সদস্য ফরম বিতরণের মাধ্যমে শুরু হয় সদস্য সংগ্রহ কার্যক্রম।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ |নয়া দিগন্ত

সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২০ জুলাই) বিকেলে ক্যাম্পাসের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সদস্য ফরম বিতরণের মাধ্যমে শুরু হয় সদস্য সংগ্রহ কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন।

ক্যাম্পাস ছাত্রদল সভাপতি আল আমিন ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভপতি এম এম মুসা। ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদদান ও তাইজুল ইসলাম খান।

এসময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রীক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলাই ছাত্রদলের মূল লক্ষ্য। ছাত্রদলকে আরো ছাত্রমুখি করতে সদস্য সংগ্রহ শুরু করা হলো। ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য অথবা একপেশে নীতি সহ্য করা হবে না।